দুর্বিন শাহ রচিত গান নং ৫৫

কইতে দুঃখ হৃদয় ফাটে
হায়রে কারবালার মাঠে
হায় হায় শব্দ উঠে সারা দুনিয়ায় ।।
শয়তানের ধোকায় আপন বিবি জায়েদায়
দুধ কোরমার সাথে জহর হাসানকে খাওয়ায়
এলাহি আলমিন হইয়া কঠিন
আগুন লাগাইলো গো শহর মদীনায় ।।
কাশিম বিয়ার দুলাহা শহীদ হইলা
হায়রে মহরমে এই দাস্ত কারবালায়
সখিনার কান্দনে কান্দে ত্রিভুবনে
ফেরেস্তায় কান্দে গো আরশ মহল্লায় ।।
হোসেন তাড়াতাড়ি শিশুকে কোলে করি
ফোরাতে চলে গেলেন জল আনিবার দায়
কাফের বেদ্বীন হইয়া কঠিন
মারিলো কেদঙ্গ তীর শিশুর কলিজায় ।।
হোসেনের গলায় খঞ্জর চালায়
সীমার কামিনা ওই দাস্ত কারবালায়
সেদিন দুনিয়ায় রব উঠে হায় হায়
লহু উঠিলো গো আকাশের গায় ।।
মা খাতুনে জান্নাত, উঠাইলেন হাত
খোদাতায়ালার আরশ টেনে আনতে চায়
হইলো এ ঘটনা কেউ জানে কেউ জানেনা
বারণ হইলো এইমাত্র বলে দুর্বিন শায় ।।