কই গো রাধার মনচোর
প্রেম করিয়া গেলো ছাড়িয়া
কেন বা হলো নিষ্ঠুর ।।
প্রেম করলাম মনেরই বিলাসে
উঠলো সে জ্বর বৈশাখ মাসে
ম্যালেরিয়ার ভাব এসে
পিত্তশূলে করছে জ্বর ।।
প্রেমের মশায় দিয়াছে কামড়
জ্যৈষ্ঠ মাসে দ্বিগুণ হলো ম্যালেরিয়া জ্বর
মেঘ তুফানে হইলাম কাতর
হৃদ আকাশে হইয়াছে ঘোর ।।
যৌবনেরই আষাঢ় মাসে
প্রেম নদীর নিরে নাও যে ভাসে গো
প্রাণবন্ধু গেলো বিদেশে
ভুলে রইলো অনেক দূর ।।
শ্রাবণ মাসে বারিষা চঞ্চল
ভাদ্র মাসে সোনার অঙ্গ করেছি দুর্বল
যার জন্য হইয়াছি পাগল
সে রইয়াছে শান্তিপুর ।।
বারিষার শেষ আশ্বিনে
ছাড়ে না জ্বর ইনজেকশনে
কবিরাজ ডাক্তারগণে
রোগ দেইখে হইলো বেভোর ।।
কার্তিক মাসে যৌবনের ভাটা
গেলো যৌবন রইলো রে খুটা
দুর্বিন শারই শমন বেটা
পাছে আখি করে ঘোর ।।