দুর্বিন শাহ রচিত গান নং ৫৬

কি আগুন জ্বালাইলো বিধাতায়
মহরমের চাঁদ করলো হয়রান
আসিয়া এই দুনিয়ায় ।।
বুঝিনা তার ছল চাতুরী
খোদা তোমার কারিগরী রে
বিয়ার দিন সখিনা লাড়ি
হইলো রে কারবালায় ।।
বিয়া করে সখিনারে
কাশেম গেলেন লড়িবারে রে
একেলা পাইয়া তারে
মারিলো কুফর সবায় ।।
কাশেম যেদিন শহীদ হইলো
দুনিয়া কাঁদিয়া উঠলো রে
দুধের শিশু আসগর মরলো
তীর খাইয়া কলিজায় ।।
ফরজন্দেরই দুঃখ মনে
ইমাম হোসেন গেলেন রণে রে
কাফেরগণে নিষ্ঠুর মনে
গলেতে খঞ্জর চালায় ।।
এই যে দারুণ পানি বিনে
হোসেন মারা গেলেন রণে রে
দুঃখ দিলা নিরঞ্জনে
বলে পাগল দুর্বিন শায় ।।