খোদার পাক দরগাতে, খোদার পাক দরগাতে
হাজার দুরুদ, হাজার সালাম
ভেজি মোনাজাতে ॥
দ্বিতীয়তে করি বন্দনা
নুর মোহাম্মদ হয় যে জনা
হজরত আলি মা ফাতেমা
দুই ইমাম নিয়া সাথে॥
তার পাছে করি বন্দনা
আবুবকর উমর উসমান যে জনা
এক লাখ চব্বিশ হাজার নবী
সালাম সবার পদেতে।।
তার পরে করি বন্দনা পীর আউলিয়া
গাউস কুতুব হয় যত জনা
উস্তাদ, মাতা-পিতার পদে
সালাম দেই শতে শতে ॥
পাগল দুর্বিন শা বলে
শ্রোতা সবের চরণতলে
ভুলত্রুটি করবেন মার্জনা
এই নিবেদন সভাতে ॥