খোদা তুমি কুদরতে করিম
রাখো মারো সবই করো
তব মহিমা অসীম ।।
কে বোঝে তোমারই খেলা
নবী যখন গর্ভে ছিলা
বৈদেশে পিতা মরলা
ভবেতে হইলেন এতিম ।।
নবী কত দুঃখ পাইয়াছিলা
লড়াইয়া দানদান গিরিল
চাচা আমির হামজা শহীদ হলো
আহাদে করে মহিম ।।
তীর লাগে আলীর পায়েতে
হাসান মরেন জহরেতে
হোসেন শহীদ কারবালাতে
শির কাটে সীমার জালিম ।।
সে দুঃখ রহিলো অন্তরে
দেখিবো যাইয়া হাশরে রে
দুর্বিন শা বলে কাতরে
তুমি সকলের হাকিম ।।