কেন রে বন্ধু আমায় যাও ছাড়িয়া
জেনে তোমায় আপন
জীবন ও যৌবন
তোর হাতে দিলাম সপিয়া ।।
হাত দিয়া মাথায়
বলেছিলে আমায়
রাখিবো তোমায়
আদর করিয়া
সেই কথা এখন
নাই তোমার স্মরণ
কাদালে আমায়
অবলা পাইয়া ।।
তোমায় দিয়া প্রাণ
হইয়াছি বেঈমান
কত অপমান
জগত জুড়িয়া
পাইয়া কার নারী
আমারে পাশরি
দেশান্তরী গেলে রে
হইয়া ।।
জানতাম যদি কৌশল
দিয়া প্রেমশিকল
হৃদয় পিঞ্জরে রাখিতাম
বন্ধ করিয়া
ধরে প্রেম আয়না
দেখিতাম নমুনা
প্রাণে প্রাণ রাখতাম
মিশাইয়া ।।
দেখে তোর ব্যাবহার
যৌবনটা আমার
করলাম উপহার
আপন জানিয়া
পাইয়া কার যুক্তি
ভাঙিলে পিরিতি
দুর্বিন শার প্রতি
নির্দয় হইয়া ।।