কেন ঘুম ভাঙে না
মোদের কেন ঘুম ভাঙে না
জাগো জাগো বাঙালি ভাই
নিদ্রায় রইলে আর চলেনা ।।
তৌহিদের বাণী বুকে
ছয় দফার দাবী মুখে
এগিয়ে যাও সম্মুখে
সোজা পথ ছেড়ো না
সেরাতুল মোস্তাকিমে
হয়ে যাও রওয়ানা
ন্যায্য দাবী আদায় হবে
ছলচাতুরী কাজ দিবে না ।।
মহান নেতা শেখ মুজিবে
ছয় দফারই প্রস্তাবে
নির্বাচন আনে দেশে
আছে সবার জানা
অনেকের মনে আবার
হয়েছে ধারণা
বাংলাদেশ হিন্দুস্তান হবে
পূর্ব পাকিস্তান রবে না ।।
ছয় দফার যে সব বিধান
সংক্ষেপে করি প্রমাণ
ন্যায্য দাবী পাইতে
মোদের মনেতে বাসনা
পশ্চিম পাকিস্তানি ভাইদের
নাইরে বিবেচনা
চারি আনা মোদেরে দিয়া
তাহারা নেয় বারো আনা ।।
প্রথম দফা এই মতে
লাহোর প্রস্তাবের ভিত্তিতে
আমাদের উভয় দেশে
হবে আইন রচনা
উভয় দেশের শাসনকর্তা
থাকিবে একজনা
সবের ভোটে নির্বাচন চাই
সত্যিকারের এই ধারণা ।।
আছে দুই নম্বার দফাতে
কেন্দ্রীয় সরকারের হাতে
আর কিছু রবে না
স্বায়ত্বশাসন মোদের হাতে
না রইলে শান্তি হবে না ।।
তিন নম্বার দফাতে
টাকা পয়সার বিষয় আছে
দুই দেশেরই টাকা যত
থাকবে এক নমুনা
সামান্য ব্যাবধান রবে
না হইলে চলবে না
এই দেশের টাকা যেন
সেই দেশে পাচার হয় না ।।
দুই দেশের একই টাকা
সংক্ষেপে থাকবে লেখা
পূর্ব পাকিস্তানে ঢাকা
লাহোর আর একখানা
এই ব্যাবস্থা না হইলে
দেশ উন্নতি হবে না
মোদের দেশ হইতেছে শ্মশান
তাদের দেশে ফলে সোনা ।।
চারি নম্বর দফার মতে
প্রাদেশিক সরকারের হাতে
আয় ব্যায় শাসন বিভাগ
রাখিতে বাসনা
ট্যাক্স কিংবা শুল্ক কর
জমির খাজনা
কমাইতে বাড়াইতে হইলে
কেন্দ্রীয় সরকার লাগবে না ।।
লাভের হার আংশিকভাবে
কেন্দ্রীয় সরকারে পাবে
সুন্দরভাবে দেশ চলিবে
বৈষম্য রবে না
সব ক্ষমতা তাদের হাতে দিলে
ভাই চলে না
খাস্তার বস্তা মোদের ঘাড়ে
লাভের অংশ মোটেই পাই না ।।
পাচ নম্বর দফার কথা
বহির্বাণিজ্যের ব্যাপার
প্রাদেশিক সরকারের রবে
করবে বিবেচনা
বৈদেশিক অর্জিত মুদ্রায়
মাতব্বরি খাটবে না
মোদের অধীনে থাকিলে
গড়বো দেশে কল কারখানা ।।
ছয় দফার বিধান মতে
শাসন আর দেশ রক্ষার্থে
আধা সামরিক বাহিনী
করিবো গঠনা
শক্তিশালী যুদ্ধসম্ভার
না হইলে চলবে না
বৈদেশিক আক্রমণ হইলে
আমাদের উপায় রবে না ।।
নৌ বাহিনীর হেড কোয়ার্টার
করতে হবে ট্র্যান্সফার
পূর্ব পাকিস্তানে হওয়া
আমাদের কামনা
এই দেশে হইতে হবে
অস্ত্র কল কারখানা
দূর হইবে বেকার সমস্যা
দেশ কিন্তু ভিন্ন হবে না ।।
কৃষক চাষী মজুর যারা
ন্যায্য দাবী পাবে তারা
শিক্ষার হবে উপযুক্ত
উন্নতি সাধনা
সর্ব ধর্মের কর্মক্ষেত্রে
বাধা বিঘ্ন রবে না
কোরাণ সুন্নার মত বিরুদ্ধ
কোনো আইন চালু হবে না ।।
দেখো ভাই যত মুসলমান
ছয় দফার এসব বিধান
লোকে কয় যাবে ইসলাম
পাকিস্তান রবে না
সাম্যবাদ ইসলামের নীতি
শান্তির সূচনা
খোদাতালার দান পাকিস্তান
দুর্বিন শা কয় আর যাবে না ।।