দুর্বিন শাহ রচিত গান নং ১৮৪

কেমনে রহিবো ঘরে বন্ধু বিনে একা
সখি প্রাণের বন্ধুরে এনে দেখা ।।
ভুবনমোহন রুপের কিরণ
নয়ন দুটি বাঁকা
যে দেখে তার বাঁকা নয়ন
যায়না ঘরে থাকা ।।
বন্ধুয়ার ওই মোহন ছবি
আমার মনে আঁকা
কমলও যুগলও পদে
রাধা নামটি লেখা ।।
না জানি কোন দেশে রইলো
আমার প্রাণসখা
দুর্বিন শা কয় উড়ে যাইতাম
গায়ে নাই মোর পাখা ।।