কী সুখে রইয়াছি আমি গো
সখি, জানে বন্ধে দেখে না
গেলো বন্ধু আর আইলো না ।।
সই লো সই
দেখে বন্ধের রুপের কিরণ
সপেছিলাম জীবনযৌবন
সে যে এমন আগে জানি না
না জানি কার কুঞ্জে থাকে গো
বন্ধে কার পুরায় গো বাসনা ।।
সই লো সই
ভুবনমোহন রুপের জ্যোতি
যে দেখে তার হয় ডাকাতি
ঘরে রইতে মন মানে না
উড়ু উড়ু করে প্রাণে গো
তারে বান্দিয়া রাখা যায় না ।।
সই লো সই
মীন দুঃখি হয় জল বিহনে
পিতা দুঃখি পুত্র বিনে
নারী দুঃখি পতি যার থাকেনা
এ দুর্বিন শা তেমনি দুঃখি গো
সখি বন্ধে ভালোবাসে না ।।