কী দিবো তুলনা জগতে মিলে না
দেশ দরদি মহান হৃদয়
মুজিবুর রহমান ।।
সাত কোটি মানুষের পক্ষে
নির্যাতন লইয়া বুকে
তবু আমাদের দুঃখে
কাদে যার প্রাণ
জেল জুলুম অত্যাচারে
হার মানিলো যাহার ধারে
বঙ্গমাতার শ্রেষ্ঠতম
সেরা বীর সন্তান ।।
ষড়যন্ত্র মামলায়
দেখেছেন সবাই
প্রাণ বিসর্জন দেওয়া
তিনি করেন তুচ্ছজ্ঞান
বুঝে নিলো বঙ্গবাসী
মহান নেতার হবে ফাসি
ধরা পড়ে সর্বনাশী
মূলে আইয়ূব খান ।।
বাঙালিরা দলে দলে
বজ্রকণ্ঠে আওয়াজ তুলে
জেলের তালা দিলো খুলে
পাইলেন পরিত্রাণ
ছয় দফারই দাবী দিয়া
নির্বাচন আনিয়া
ন্যায্য দাবী আদায় করতে
হইলেন আগুয়ান ।।
আইয়ূব সরকারের আমলে
কতই না কল কৌশলে
বড়ো পদগুলো করেছিলো দান
ন্যায় পরায়ণ সত্যবাদী
ইজাদার নীতি দেশ দরদি
লোভ লালসায় অটল রইলো
যাহারই ঈমান ।।
এমন উদার মহান নেতা
অন্তরে যার দেশের ব্যাথা
ভুলবো না তার কল্যাণের কথা
বলে পাগল এ দুর্বিন শা
পূর্ণ হউক বাঙালির আশা
ঘরে ঘরে রব উঠুক
আজ ছয় দফারই গান ।।