দুর্বিন শাহ রচিত গান নং ২৮১

কে লো রুপসী কাখে নিয়া কলসি
জলের ঘাটে কেন আইলে ধাইয়া লো
আখিটা কার পানেতে চাইয়া ।।
চক্ষু ইশারায় কেন ডাক দিলে আমায়
করিলে পাগল হায় রুপ দেখাইয়া
নয়ন তারা ও তোর কী মনোহরা
দেখলে প্রাণী যেতে চায় উড়িয়া ।।
করিয়া পাগল আমার নিয়াছো সকল
হইয়াছি দুর্বল তোমারে পাইয়া
ছেড়ে তোমারে আমি কেমনে যাই ঘরে
প্রেমসাগরে ভাঙা তরী বাইয়া ।।
আমি একেলা আর বেশী নাই বেলা
সামনে যমের পোলা ডাকে বসিয়া
বলে দুর্বিন শায় যদি মনে চায়
উঠো নৌকায় দেশে যাবো লইয়া ।।