দুর্বিন শাহ রচিত গান নং ২৭২

কার পরাণের পাখি তুমি রে
কার পিঞ্জিরে থাকো
আমার বন্ধের খবরখানি
বোধহয় তুমি রাখো রে ।।
বায়ু ভরে ঘুরে বেড়াও রে
পাখি, যেখানে সেখানে
আমার বন্ধের লাগাল পাইলে
কইয়ো কানে কানে রে ।।
কোন পরাণে রইলো বন্ধু রে
পাষাণ দিয়া বুকে
মরণকালে দেয় যে দেখা
যদি মনে থাকে রে ।।
কইও কইও কইও পাখি রে
বন্ধুরে বুঝাইয়া
প্রেমজ্বালাতে এ দুর্বিন শা
যাইবে মরিয়া রে ।।