দুর্বিন শাহ রচিত গান নং ৩২০

কান্দো কে গো নদীরও কূলে
আমি যাই নৌকা বাইয়া প্রেমনদী দিয়া
অসময় বসিয়া কেন ডাক দিলে ।।
তোমার আসার আশে এসে বিদেশে
পাই না তাল্লাশে কোথায় লুকাইলে
কইরে ছলনা দেশে হইলাম রওয়ানা
হঠাত ডাক দিয়া আমায় কাদাইলে ।।
চিনি না তোমায় ডাকো যে আমায়
আসিয়া যমুনায় প্রেম বাড়ালে
কেবা মাতা পিতা বলো সত্য কথা
কার বা কামিনী এসেছো জলে ।।
বড় কঠিন স্বামী, দেখে ভাবি আমি
জল আনিতে দিলো অসময় কালে
বলে দুর্বিন শা যদি থাকে আশা
আমার নৌকায় উঠো দেশে যাই চলে ।।