দুর্বিন শাহ রচিত গান নং ১৬১

কালায় কি প্রেম শিখাইলো গো
ও সজনী
প্রেমিক জানে ।।
মায়া ফাঁসি লাগাইলো
বিনা রশির বন্ধনে
চুম্বক যেমন লৌহদণ্ডে
থাকে আকর্ষণে গো ।।
সেই মতো কালার পিরিতে
আলগা থেকে টানে
লায়লীর প্রেমে মজনু পাগল
কঠিন হৃদয়ের বন্ধনে গো ।।
প্রেমিক জানে প্রেমের ধারা
যেজন পিরিত জানে
পিরিত করা প্রাণে মরা
জিয়নে মরণে গো ।।
শ্যাম পিরিতে এতই জ্বালা
জ্বলে কাষ্ঠ বিহনে
দুর্বিন শা চাতকীর মতো
ঘুরে অভিরণে গো ।।