দুর্বিন শাহ রচিত গান নং ৩০৯

কাল হলো যামিনী রে
কান্দে রমণী
যৌবনজ্বালা সার হইয়াছে
কোকিলারই সুরে রে ।।
কোকিলা রে, তোর কুহু সুরে
প্রাণে তো বাচি না
কোন জঙ্গলায় থাকো
তোমার ঠিকানা জানিনা
কান্দাইতে আইলে কেন
ওই না ফাল্গুন মাসে
কেমনে সহিয়া থাকি
বন্ধুয়া বিদেশে রে ।।
যৌবন সময় পতি বিনে
নারী বাচে কীসে
যৌবন তরঙ্গ নদী
শুকাইলো পিপাসে
যাও রে কোকিল কইও শ্যামরে
নিকটে মরণ
পতিহারা হইয়া নারী
ত্যাজিলো জীবন রে ।।
শয্যাগত হইলো দেহ
উদয় হবে ভানু
প্রাণ থাকতে আইলো না আমার
অবলার কানু
কোকিলা রে তোর কুহু সুরে
নিদ্রা নাই নয়নে
হঠাত কোনদিন এ দুর্বিন শা
মরিবে পরাণে রে ।।