দুর্বিন শাহ রচিত গান নং ২৬১

কাজল বরণ পাখি
নিলে হরে আখি
নিরলে বসিয়া কাদি
তোমার আসার আশে বন্ধু রে ।।
ও বন্ধু রে
পাবো বলে তোমার দেখা
বসে কাদি হইয়া একা রে
শরীরেতে নাই রে পাখা
যাবো তোর তাল্লাশে রে ।।
ও বন্ধু রে
মনে করি প্রাণ ত্যাজিবো
মদনজ্বালা কত সইবো রে
না পাইলে সন্ন্যাসী হবো
যাবো তোর উদ্দেশে রে ।।
ও বন্ধু রে
দিয়া দেখা রাখো প্রাণ
আর কইরো না আভিমান রে
না দেখিলে বাকা নয়ন
মরি যে হুতাশে রে ।।
ও বন্ধু রে
কী কারণে মিছা জীবন
সকলই গেলো অকারণ রে
যা হবার তা বিধির লিখন
দুর্বিন শা না তোমায় দোষে রে ।।