কাইন্দো না রাই পাগল হইয়া
আসবে কালা, গাঁথো মালা, নিরলে বসিয়া ।।
সব সখি লইয়া সঙ্গে
সাজাও শয্যা মনরঙ্গে গো
হার গাঁথি বিনা সূতে
দিও গলে পরাইয়া ।।
জবা কুসুম সন্ধ্যামালী
নানা রঙ্গের ফুল তুলি গো
আসবে তোমার বনমালী
রাখো শয্যা সাজাইয়া ।।
ললিতা বিশখা সখি
সূচিত্রারে আনো ডাকি গো
আসবে তোমার প্রাণপাখি
নিষ্ঠুর কালিয়া ।।
মথুরাতে গিয়াছিলো
ছলনায় ভুলিয়া রইলো গো
তোমার কথা স্মরণ হলো
কয় দুর্বিন শা ভাবিয়া ।।