কাইন্দো না রাই কমলিনী
ধৈর্য্য ধরো অন্তরায়
শ্যাম আনিতে যাবো মথুরায় ।।
ধৈর্য্য ধরো রাইকিশোরী
ছেড়ে গেছে বংশীধারী
কার কুঞ্জেতে সুখে দিন কাটায় ।
শ্যামকে পাইলে
জিজ্ঞাসিবো গো বন্ধু
ভুলে রইলো কার কথায় ।।
মদনমোহন বংশীবাদন
অন্তর করিলো হরণ
তুমি কেন দিলে গো বিদায় ।
কুব্জা নারী শ্যামকে পাইয়া গো
তারে ভুলাইলো ছলনায় ।।
প্রেমপত্র যাবো লইয়া
বলবো শ্যামকে বুঝাইয়া
রাধারাণীর কি হইবে উপায় ।
দুর্বিন শা কয়
ভাবে বুঝি গো রাধে
আসবে তোমার শ্যামরায় ।।