কাদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো ।।
কালবৈশাখের মেঘের আধার গো সখি উঠিলো গগনে
নতুন প্রেম দিলো দাগা সহেনা পরাণে গো ।।
আইলো জ্যৈষ্ঠ ঘন বৃষ্টি পড়ে গো সখি যেখানে সেখানে
প্রেমের আগুন জ্বলছে দ্বিগুন ঘন বরিষণে গো ।।
বারিষারি কাল আষাঢ় গো সখি আসিলো সামনে
ঘরে নাই শ্যাম প্রেমখেলা খেলবো কার সনে গো ।।
যৌবন সময় যায় স্বামী নাই গো বলো বাচিবে কেমনে
বারিষা হইবে চঞ্চল দুরন্ত শ্রাবণে গো ।।
ভাদ্র মাসে আসার আশে গো সখি থাকি নিশিদিনে
সোনার যৌবন কাল হইয়াছে বন্ধুয়া বিহনে গো ।।
বারিষা মোর শেষ হইয়া যায় গো সখি দারুণ আশ্বিনে
আর কতদিন সোনার যৌবন রাখিবো যতনে গো ।।
কার্তিক মাসে পড়লো ভাটা গো সখি আমার যৌবনে
দুর্বিন শা কয় আর দেরী নাই কবে যাই শ্মশানে গো ।।