কাদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
আইলো না শ্যাম, কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো ।।
প্রথম প্রহর রাত্রি গো সখি, যখন গেলো হইয়া
ললিতা বিশখা সখি বনফুল তুলিয়া গো ।।
বনফুলে গাথে মালা গো, সখি আদর করিয়া
মনের সাধে বন্ধের গলে, দিতাম হার পরাইয়া গো ।।
দ্বিতীয় প্রহর গেলো সখি, আশার পথে চাইয়া
ওই আসবে ওই আসবে আমার শ্যামনাগর কালিয়া গো ।।
তৃতীয় প্রহর গেলো গো সখি, মলিন ভাব ধরিয়া
চতুর্থ প্রহরে কোকিল ডাকে, ডালে বইয়া গো ।।
কুহু কুহু ডাক শুনিয়া গো সখি প্রাণ উঠে কাদিয়া
অসময়ে কাল কোকিল ডাকে কী সুখ পাইয়া গো ।।
যাও রে কোকিল কইও শ্যাম রে, তোমার রাই গেলো মরিয়া
সে যেন না দোষে গেলে কলঙ্ক নাম রইয়া গো ।।
দুর্বিন শা কয় আর দেরী নাই গো সখি, নিশি গেলো বইয়া
শয্যাগত হইলো দেহ, প্রাণ যাবে ছাড়িয়া গো ।।