দুর্বিন শাহ রচিত গান নং ৩৮

কাবার পাশে রঙিন বেশে
ফুটলো গোলাপ ফুল
ত্রিভুবনের ভ্রমর শুনে
খুশবয়ে আকুল ।।
আরশেতে গাছেরই মূল
কাবাতে ফুটছে রে ফুল
সেই ফুলের খুশবয়ে হলো
দুনিয়া মশগুল
মধুর আশে ঘুরে পাশে
ভ্রমরা বুলবুল ।।
সেই ফুলের মধু খাইয়া
কত ভ্রমরা গেলো অলি হইয়া
প্রেমের হার গলে পরিয়া
হইয়াছে মকবুল
দিবানিশি জপে নামটি
মোহাম্মদ রাসুল ।।
এই ফুলের তরী বানাইয়া
ফুলসিরাত যাবো সারিয়া
এই ফুলেরই পাল টাঙাইয়া
দিবো রে মাস্তুল
আখেরাতের আর কিরে ভয়
যাবো রে সেকূল ।।
ওই ফুলেরই খুশবয়েতে
মনপ্রাণ উড়িলো তাতে
যাইতে নানি মদিনাতে
দেখিতে রাসুল
দয়া করে পথিকরে দিও চরণধুল ।।
ফুল ফুটিলো আলেক নূরী
ঘ্রানে মত্ত হুরপরী
সে ফুল নিয়া হাশর জুড়ি
লাগবে হুলুস্থুল
দুর্বিন শাহ কয় ঝড় তুফানে
নাম হলো তার মূল ।।