দুর্বিন শাহ রচিত গান নং ২৬৭

যৌবন গাছে ফুল ধরেছে
ফুলে মধু ভরা
আইলো না খাইলো না
আমার প্রাণের কালো ভ্রমরা রে ।।
শোনো বলি বসন্তের হাওয়া
লাগিসনা মোর গায়
প্রেমের আগুন হইয়া দ্বিগুণ
জ্বলে অন্তরায় রে ।।
কেন রে আইলে বসন্ত
আমায় দিতে জ্বালা
কোন দেশে আইলে রাখিয়া
বন্ধু চিকন কালা রে ।।
যাও রে হাওয়া বন্ধের দেশে
প্রেমপত্র নিয়া
কইও তার পিরিতের মরা
কোনদিন যায় মরিয়া রে ।।
আজ মরি কি কাল মরিবো
প্রাণে নাই ভরসা
মেঘহারা চাতকীর মতন
হইয়াছি দুর্বিন শা রে ।।