জন্ম নিলা নূরের নবী
আল্লার হাবীব নূরের ছবি ।
ইসলাম রবি উদয় আকাশে ।।
সেই নূরীর আলো পাইয়া
অন্ধকার গেলো ঘুচিয়া
মক্কাতে আসিয়া প্রকাশে ।
আওয়ালে ছিলেন আহাদ
দুওমে হইলেন আহম্মদ
মোহাম্মদ নাম রাখিলা শেষে ।।
রবিউল আউয়াল চান্দেতে
বারো তারিখ সোমবারেতে
ধরাতে জন্মিলেন এসে ।
পাপীতাপীর কর্ণধার
নবী বিনে নাই নিস্তার
করিবেন পার, রইলাম আশে ।।
বৎসরেতে একটি মাস
রইতেন নবী উপবাস
হেরাগুহায় থাকিতেন বসে ।
বলে পাগল দুর্বিন শায়
ইসলাম শান্তির ছায়ায়
যার পরশে উজ্জ্বল বিশ্বে ।।