যখন নদী হয় উতলা
নদীর বাঁকে পড়ে
কত সাধু মরে
ধরে কাম কুম্ভীরে
হইয়া পাগেলা ।।
সেই নদীর বাঁকে
যখন হুমা ডাকে
অনুরাগের তুফান
ছোটে সে বেলা
নদীর চিত্রপটে
ত্রিবেণীর ঘাটে
সাধু ফকীরগণে
করে খেলা ।।
ঘাটে তিন মহাজন
না যায় চিনন
তাদের হাতে
মালের ভাণ্ডার
রইয়াছে খোলা
আগে নূরনবী
পরে আদম ছফি
মাঝখানে সাঁই কুদরতুল্লা ।।
নদীর কারিগরী
শুনো মন বেপারী
সাড়ে তিন প্যাচধারী
অতীতের গোলা
আসিলে জোয়ার
ডুবায় নদীর পার
তিনদিন থাকে কারবার
ঘাটেরই মেলা ।।