যে জ্বালা দিয়াছো বন্ধু রে
বন্ধু সে জ্বালা আর কত সই
মনের দুঃখ কার কাছে কই ।।
বন্ধু রে
সর্বশাস্ত্রে প্রমাণে কয়
তুমি বন্ধু দয়াময়
তাই শুনিয়া তোমার সঙ্গ লই
এখন দেখি তুই নিদয়া রে বন্ধু
চুন খাইয়াছি জেনে দই ।।
বন্ধু রে
জানি না তোর রীতিনীতি
বাড়াইয়া সাধের পিরিতি
সুখের আশায় দুঃখ সইয়া রই
আশা দিয়া গাছে তুলে রে বন্ধু
এখন কাইড়া নিলে মই ।।
বন্ধু রে
বিষমাখা পিরিতে তোমার
কলিজা হইয়াছে আঙ্গার
তবু দুঃখ বুকে তুলে লই
দুর্বিন শা কয় মনে আশা রে বন্ধু
তোমায় পাইলে দাসী হই ।।