যে দুঃখ দিয়াছো রাই
আমার বলতে প্রাণ যায়
দুঃখে দুঃখে জনম গেলো
আর কত দুঃখ দিবে বলো
এই কি ছিলো তোমার অন্তরায় ।।
ত্রেতা যুগে হইয়া সীতা
না শুনে লক্ষণের কথা
দিলো ব্যাথা কইতে না জুড়ায়
তুমি রাবণের সনে
লঙ্কাতে ওই অশোক বনে
আমি বনে কাদি তোমার দায় ।।
রাবণকে করিয়া সংহার
তোমাকে করিলাম উদ্ধার
বারেবারে কত মওয়া যায়
দ্বাপর যুগে আসিলো পরে
তুমি যাও আয়ানের ঘরে
বাশি হাতে ঘুরি জঙ্গলায় ।।
দুঃখ দিয়া আমার মনে
সাধ মিটাও আয়ানের সনে
এসব কথা জানে তোর বৃন্দায়
কয় পাগল দুর্বিন শায়
সহেনা আমার হিয়ায়
প্রেম করিয়া কলঙ্ক ধরায় ।।