যে দেশে বন্ধুয়ার বাড়ি
মধ্যে মায়ানদী
পাড়ি দেওয়া বড়ো কঠিন
সঙ্গে ছয়জন বাদী রে
বন্ধু দূর বিদেশী রে ।।
সখি রে
নারী হইয়া সাগর বাইয়া
কেমনে দিতাম পাড়ি
পাখা থাকলে উড়ে যাইতাম
প্রাণ বন্ধুয়ার বাড়ি রে ।।
সখি রে
চিঠি দিলে উত্তর দেয় না
থাকে বহুদূর
দেখে যায় না, সংবাদ লয় না
সে বড়ো নিষ্ঠুর রে ।।
সখি রে
দুর্বিন শার অন্তরে ধরলো
কাচা বাশের ঘুনে
আর কত রাখিবো প্রাণি
বিনা দরশনে রে ।।