যে আমায় করিলো সারা
দিয়া মুখের হাসি, করিয়া উদাসী
আড়ালে বসি দেয় ইশারা ।।
ঘুরে আশেপাশে, নয়নে ভাসে
কাছে না আসে, দেয়না ধরা
মনে করি ধরি, করে লুকোচুরি
ধরিতে না পারি, দিয়া পাহারা ।।
হইয়াছি দুর্বল, করিয়া কৌশল
নাই বুদ্ধি বল, শোন তোরা
প্রেমিক যারা, জানে না গো তারা
জিয়ন্তে তবে হইয়াছি মরা ।।
এমন দরদি থাকিতে যদি
ধরিয়া দিত মনচোরা
বলিতো আমারে প্রাণ দিতাম তারে
ধরে যে দিত সে অধরা ।।
তোরে রাখিয়া সামনে, মিশাইয়া প্রাণে
বলিতাম দুঃখ যত বুকভরা
লোকেরই মন্দ, কলঙ্কের গন্ধ
দুর্বিন শার হতো শিরের সেওয়ারা ।।