দুর্বিন শাহ রচিত গান নং ১৩১

যদি যাবে সাধন পথে
ও যদি সাধন পথে
মায়া বন্ধন করে ছেদন
বসো যাইয়া কুম্ভকেতে ।।
করো যদি প্রাণায়াম
সিদ্ধ হবে মনস্কাম
লোভ মোহ ক্রোধ কাম
আসিবে বশেতে ।
ষট চক্র ভেদ করে লও
আপনা দেহাতে
সুষুম্মা ছিদ্র দিয়া
উঠো যাইয়া সহস্রাতে ।।
প্রথম চক্র মূলাধার
রক্ত বর্ণ হয় তাহার
মায়াডাকিনী শক্তি
আছে সে পদ্মেতে ।
ব হইতে শ পর্যন্ত
চারি অক্ষরেতে
সাড়ে তিন প্যাচ দিয়ে রাখছে
কুণ্ডলিনী শিরের সাথে ।।
ভুজঙ্গিনী রুপ ধরি
আছে সেই যোগেশ্বরী
ভক্তি যোগ সাধন করি
জাগাও নিদ্রা হতে ।
একাক্ষর মহামন্ত্রে
তিনটি বর্ণ তাতে
চারি ষোলো আট দ্বিগুণ করে
উঠাও নিয়া পঞ্চ আত্মাতে ।।
পরম শির পরম আত্মা
ব্রহ্মাণ্ড যাহারই সত্বা
জীব শিব জীবাত্মা
ভিন্ন মূর্তি তাতে ।
শিঙা ডুম্বুর করে শিব
আছে সহস্রাতে
বীজমন্ত্র করে রোপন
উঠো যাইয়া আকাশেতে ।।
জীবাত্মা চতুর্দলে
আছে সেই মায়ের কোলে
ষড়দলে রাখিনী শক্তি
ভূতাত্মারই সাথে ।
আছে সে লাকিনী শক্তি
দশম দলেতে
আত্মারাম সেখানে থাকে
উক্তি দিলো শাস্ত্রমতে ।।
দ্বাদশ দল চক্র লেখা
আত্ম রামেশ্বর সেথা
কাকিনী নামেতে শক্তি
তাহার উপরেতে ।
পাস করাল ভয়াবহ
তার চতুর্ভূজেতে
বায়ু শিক্ষা পাবে দেখা
যাও যদি মন তার কাছেতে ।।
ষোড়শ দল কণ্ঠে জানি
সেথা রয় শক্তি সাফিনী
দশভূজা শিব যিনি
আছে তার সঙ্গেতে ।
আছে সে হাকিনী শক্তি
দ্বিদল চক্রেতে
দুইটি চন্দ্র ধরা আছে
সে রমণীর দুইটি হাতে ।।
সহস্র দল চক্র যেথা
বিরাজ করে পরম আত্মা
মহাশক্তি পরম শিব
আছে একযোগেতে ।
সে দেশে যাবে যেজন
সাধন বলেতে
দুর্বিন শা কয় জন্ম মরণ
হবে বারণ এই ভবেতে ।।