যদি দেখবে সে উজানি কল
জোয়ার ভাটা পারঘাটাতে
একদিন চল
মাসে মাসে জোয়ার আসে
শহর বাজার করে তল ।।
সেই নদীতে আছে তিনটা নাল
মাসে মাসে জোয়ার আসে
বাজে তিনটা থাল
তিন রঙ্গেতে পানি ছোটে
সবুজ কালা লাল টলাটল
যদি দেখবে সে উজানি কল ।।
ভবে যারা সাধুপুরুষ হয়
জোয়ার ভাটার খবর পাইলে
নদীর পাড়ে রয়
নদীর দুধে জল একত্রে আয় দুধ
খায় তারা ফেলিয়া জল
যদি দেখবে সে উজানি কল ।।
সেই নদীতে আছে ত্রিবেণী
মাসে মাসে একদিন ভাসে
চন্দ্ররোহিনী
সেই চন্দ্রের ভেদ পাইলো যে
গায় পাবে তার অতি বল
যদি দেখবে সে উজানি কল ।।
আদি নিজ অনুমত মল
সে চাইর চন্দ্রে উৎপত্তি
জীবের সঙ্গে গরল
চারিচন্দ্রের ভেদ পাইলে
যে মরবে না খাইলে গরল
যদি দেখবে সে উজানি কল ।।
সেইটা হলো রোহিনী চন্দ্র
মাইয়ার সনে খুব গোপনে
করতেছে কেন্দ্র
পুরুষের কাছে জানো
আছে তার কিছু নকল
যদি দেখবে সে উজানি কল ।।
ধরো আগে রাজহংসের আকার
চরণ দিয়া জল
কাটিয়া শিক্ষা করো সাঁতার
শেষ কালেতে তুলবে মুতি
ভিতরে হাটাইয়া নল
যদি দেখবে সে উজানি কল ।।
আসি ওরে নাহি বিশ্বাসও করি
মালা তিলক জটা মাথে
হাতে দশপাঞ্জাধারী
সবই আশার আশে ঘুরছে ভবে
যেন ভলান্টিয়ার দল
যদি দেখবে সে উজানি কল ।।
কাম পাহাড়ের ধাক্কা লাগিয়া
মণিলাল পাথর তাতে
যায় যে গলিয়া
তিনদিন সাতদিন দশদিন থাকে
বলে দুর্বিন শা পাগল
যদি দেখবে সে উজানি কল ।।