দুর্বিন শাহ রচিত গান নং ১১৬

যদি দেহ রাজ্যের ইলেকশনে
হবে উইনার
ভাব ভক্তি বিশ্বাসের তরে
সাজাও নিয়া ক্যানভেসার ।।
মন রে
নিয়া সমিতির সমর্থন
দাখিল কর নমিনেশন
পাবে সে ভোটের পারমিশন
গুরু রিটার্নিং অফিসার
বিপক্ষে তোর ভোটের প্রার্থী
তব রানি নাম কুমতি
ছয়জনা তার সঙ্গের সাথী
কাম ক্রোধ লোভ অহংকার ।।
মন রে
ভোটদাতা হয় ষোলোজনা
সরকারের নীতি মানে না
চাষ করে খায় খাজনা দেয়না
নিজে নিজের জমিদার
ভাব ভক্তি বিশ্বাস তিনজনে
সমিতির পক্ষ টানে
বুঝাইলো জনে জনে
কেউ কথা শুনেনা তার ।।
মন রে
কুমতির ক্যানভেসার যত
কৌশলক্রমে সবাই শক্ত
সবাই তাদের অনুগত
মন্ত্রণা দেয় বারবার
ইলেকশনের ডেইট পড়িলো
মনিপুরে সেন্টার দিলো
জ্ঞানবাবু নিজে সাজিলো
প্রিসাইডিং অফিসার ।।
মন রে
পোলিং মাস্টার যৌবন বাবু
তার প্রতাপে সবাই কাবু
মদনানন্দ নিজে হলেন
কুমতির এজেন্টার
মহারাজার সৈন্য সেনা
পাহারা দেয় সর্বজনা
দুইটি বাক্সের ভোট গণনা
জ্ঞান বাবু করবেন সেবার ।।
মন রে
কুমতি উইনার হইলে
বান্ধিবে রাজদ্রোহী বলে
নিয়া দিবে মাইয়ার জেলে
করবে কতই অত্যাচার
যে রাজ্যে কুমতি প্রধান
রাজ্য তোমার হবে শ্মশান
জরা ব্যাধির অত্যাচারের
সৃষ্টি হবে হাহাকার ।।
মন রে
রাজ্য শক্তি হবে দুর্বল
যম রাজায় করিবে দখল
সময় থাকতে ওরে পাগল
শীঘ্র হওনা হুশিয়ার
অনুরাগের অস্ত্র ধরো
কুমতিরে দমন করো
দুর্বিন শা কয় তা না হলে
কান্দা মাত্র হবে সার ।।