দুর্বিন শাহ রচিত গান নং ২৯৫

যায় চলে সুখের বসন্ত
ঘরে নাই কালা প্রাণ হলো উতালা
হায় রে জ্বালা কী জলন্ত ।।
বসন্তকালে দারুণ কোকিলে
বসে তমাল ডালে ডাকে নিত্য
নয়নের ধারায় বুক ভেসে যায়
ঘরে নাহি রে হায় প্রাণকান্ত ।।
শোনো রে কোকিলা দিও না জ্বালা
কোথায় গেলো কালা পাইনা তথ্য
ডাক শুনে তোমার কলিজা অঙ্গার
জল দিলে প্রাণ হয় না শান্ত ।।
বন্ধু হইয়া নিষ্ঠুর গেলো বহুদূর
ভুলিয়া রহিলো পাইয়া সুখরাজত্ব
গেলো ফাল্গুণ মাস বাড়িলো হুতাশ
পাগল দুর্বিন শার দুঃখের চূড়ান্ত ।।