দুর্বিন শাহ রচিত গান নং ৯৩

জানি বা জানিনা, মানি বা মানিনা
বুঝি বা বুঝিনা, সাকার কি নিরাকার ।।
কোথায় বা রহিয়াছো, কারে কি কহিয়াছো
কিবা হইয়াছো নামে প্রচার ।
শুনি সোজাসুজি, দেখি বাজি বুজি
এত খোজাখুজি সকলই বেকার ।।
বুঝিনা ভাবান্ত, শান্ত না ক্লান্ত
মৃত না জ্যান্ত, আছো কি প্রকার ।
যদি হও জীবিতা, আমি তোমার সেবিতা
দেখা দিতে ব্যাথা কেন তোমার ।।
কী বা রুপশ্রী, পরমা সুন্দরী
কী বা কাল বিশ্রী, অদ্ভূত আকার ।
তাই লোকালুকি, এত ফাঁকিঝুকি
হবে দেখাদেখি প্রতিশ্রুতি সার ।।
সর্বশাস্ত্রে খবর, গড আল্লা ঈশ্বর
বিরাট ভয়ঙ্কর মহিমা অপার ।
দেখিনা স্বচক্ষে, পাইনা পরখে
থাকে অলক্ষে পাগল দুর্বিন শার ।।