যাইয়ো না রাই জল আনিতে
যুবা নারীর যৌবন হরে
ওই ঘাটে জল ভরিতে ।।
জলের ঘাটে নিষ্ঠুর কালা
বাঁশি বাজায় কদমতলা গো
গেলে তোমার হবে জ্বালা
পারবে না গৃহে যাইতে ।।
উড়িয়া যাবে মনপ্রাণ
শুনিলে নিষ্ঠুর বাঁশির গান গো
শেষকালে হবে অপমান
ওই কালারই পিরিতে ।।
একদিন সে রুপ হেরো যদি
ভুলবে না জীবন অবধি গো
শাশুড়ি ননদী বাদী
সদায় আছে গৃহেতে ।।
রাই তোমারে করি গো বারণ
ঘাটাতে যাইয়োনা কখন গো
দুর্বিন শা কয় যাবে যখন
প্রাণ হারাবে তার হাতে ।।