যাবো সখি হইয়া বিদায়
কেমনে যাবো ছাড়িয়া
প্রেমে অঙ্গ জ্বলে যায় ।।
শোনো রাধা বলি তোরে
সাজাইয়া দেও আমারে গো
যাইতে নিকুঞ্জ মন্দিরে
প্রাণ আমার কাদে সদায় ।।
সব সখিগণ মিলিয়া
বনফুলের হার গাথিয়া গো
প্রেমানন্দে পরাইয়া দাও না
সখি মোর গলায় ।।
বহুদিনের পরে দেখা
ছেড়ে কেমনে যাবো একা গো
দুর্বিন শা কয় হবে দেখা
প্রাণ রাখিলে বিধাতায় ।।