যাবো আমি কালার সন্ধানে
শোনো গো রাধে
মন সাধে কাঁদো যার কারণে ।।
থাকো তুমি ধৈর্য্য ধরে
বলে একবার দেও আমারে গো
বন্ধু আছে কার বাসরে
ভুলিয়া নিষ্ঠুর প্রাণে ।।
আমায় যদি দাও বলিয়া
যাবো আমি সংবাদ নিয়া গো
কার প্রেমে আছে ভুলিয়া
তাল্লাশিবো গোপনে ।।
মথুরায় যাবো চলিয়া
তোমার লেখা হাতে লইয়া গো
বলিবো বিনয় করিয়া
আসিবে কি মরণে ।।
কেঁদো না রাই একা বসে
যাবো আমি তার উদ্দেশে গো
দুর্বিন শা কয় দেশ বিদেশে
দেখবো কালা কোনখানে ।।