হও যদি কেউ প্রেমের খরিদ্দার
থাকো হুশিয়ার
করতে চাইলে খরিদ বিক্রি
যাইও না কেউ দেখাদেখি
দিবে ফাঁকি মদন চৌকিদার ।।
কাম প্রেম এক বাজারে
আশিক যারা খরিদ করে
দয়াল মুর্শীদ প্রেমের দোকানদার
ভক্তি মাশুল মূল্য দিয়া
মারফতেরই মাল কিনিয়া
হকিকতে সাজিও পাইকার ।।
সে বাজারে কাম কামিনী
করিতেছে বিকিকিনি
তারা হলো কামের আড়তদার
গেলে মাইয়ার রঙবাজারে
নাগাল পাবে ছয়টা চোরে
পুঁজিপাট্টা করিবে সংহার ।।
ধরো তরিকতের রাস্তা
আসলে হবে না খাস্তা
সব গোমস্তা হবে তাবেদার
দুর্বিন শা কয় প্রেম বাজারে
খাটি মাল যে খরিদ করে
একূল সেকূল ভয় নাই তাহার ।।