দুর্বিন শাহ রচিত গান নং ৯০

হলুদ বরণ রুপের কন্যা রে
মেঘবরণ তার চুল
মনমালঞ্চ তুলাবতী
তুলতে এলো ফুল রে ।।
উদয়তারা শাড়ি পড়া রে কন্যা
আঁচলটি তার লাল
মরি মরি কী বা সুন্দর
হাঁটতে নাচে তাল রে ।।
বাম হাতে রয় বেতের সাঝি রে কন্যা
ডান হস্ত রয় খালি
ডাল ভাঙিয়া ফুল তুলে যায়
বাগানের নাই মালী রে ।।
ওইনা কন্যার মনে মনে রে
আছে একটা পণ
চন্দ্র ধরে দিতে পারে
সে পাবে তার মন রে ।।
উদয় বটিকা পড়া রে কন্যা
শিরেরই উপর
দুর্বিন শা কয় কেমনে লইতাম
কন্যাটার খবর ।।