দুর্বিন শাহ রচিত গান নং ৩৪৮

হিন্দু মুসলমান নৌকার বাক্সে
ভোট করো দান
কৃষক শ্রমিক গরীব দুঃখীর
হবে শান্তি প্রতিষ্ঠান ।।
স্বৈরাচারী আইয়ূব সরকার
ধ্বংস করলো যাহারা
মানুষের মুক্তি সাধনে
দাড়াইয়াছেন তাহারা
অতীতের জুলুম সারা
হয়ে যাবে অবসান ।।
গত তেইশ বছরে
মোদের বাঙালির অস্তিত্ব নাই
শাসক গোষ্ঠীর কারসাজিতে
সোনার বাংলা হইলো ছাই
জমি আছে ধান্য নাই
কিসেতে বাচাইবো প্রাণ ।।
পশ্চিম পাকিস্তানে
ছিলো মরুভূমি বালুচর
সেইখানে গড়ে উঠেছে
যেমন বিলাতের শহর
জল প্লাবনে জর্জরিত
মোদের পূর্ব পাকিস্তান ।।
বৈদেশ থেকে ঋণ আসিলে
মোদের ভাগ্যে পড়ে না
ষোলো আনার মধ্যে মাত্র চারি আনা পাই দক্ষিণা
উচিত দাবী পাওয়ার জন্য
হও রে সবে আগুয়ান ।।
ন্যায্য দাবী আদায় করতে
চালাইয়া যাবো সংগ্রাম
বিশ্ব জুড়ে রব উঠিবে
পুরবে মোদের মনস্কাম
ইতিহাসে আছে খ্যাতি
বাংলা জাতি বীর সন্তান ।।
এবারের নির্বাচন
এসেছে মোদের জন্যে
বাঙালির ভাগ্য পরীক্ষা
হবে এ নির্বাচনে
যোগ দিয়া মুজিবের দলে
করো কার্য সমাধান ।।
শেখ মুজিবের ছয়টা দফা
চিন্তা করে মানিয়া
নৌকা বাক্সে ভোট দিয়া ভাই
শান্তি আনেন ফিরাইয়া
বাঙালি ভাগ্য পরীক্ষায়
করেন সবাই আত্মদান ।।
গরীব দুঃখি চাষী মজুর
সকলের শান্তির জন্যে
আওয়ামী লীগ দাড়াইয়াছে
এবারের নির্বাচনে
দুর্বিন শা কয় ত্যাজ্য করেন
যে সব দলের নেতা খান ।।