হিন্দু মুসলিম ভাই সব সাজিয়া চলো
করিতে জেহাদ খণ্ডাতে প্রমাদ
জান্নাতের সংবাদ কর্ণে আসিলো ।।
একশত নব্বই বতসর
ছিলাম মোরা চাকর
ভাগ্য বলে দুঃখ ঘুচিলো
বিধি ছিলো নিদয় হইয়া সদয়
দ্বীনের পতাকা উড্ডীয়মান করলো ।।
মুসলমান জনে জনে
যেতে হবে রণে
দীনের প্রশংসা করিতে হইলো
মোদের পূর্বপুরুষগণ করিয়া রণ
কুফর জব্দ করিলো ।।
হিন্দু মুসলমান এসো চলে
দেশ রক্ষার কাজে
প্রাণ বিসর্জন হলো
চাও বাংলার স্থান হিন্দু মুসলমান
দুর্বিন শা প্রণাম সবায় জানালো ।।