দুর্বিন শাহ রচিত গান নং ৪৫

হইলোনা মদীনাতে যাওয়া, দারুণ হাওয়া
যাইতে চাইলে মদীনাতে, ছয়জনা বাদী পথে
সার হইয়াছে মিছে তরী বাওয়া ।।
শুনো রে হাওয়া, বলি তোরে, বাসনা আমার অন্তরে
প্রিয় নবীর শ্রীচরণ পাওয়া
পোড়া প্রাণে যত দুঃখ, তারে পাইলে হবে সুখ
তিনি আমার প্রেমরোগের দাওয়া ।।
কতশত আশেকান, তার প্রেমেতে সপিয়া প্রাণ
সার করেছে প্রেমের গজল গাওয়া
পাপীতাপী জন্মদুঃখী, তারে পাইলে হয় রে সুখি
যেন হয় সে রোগে ঔষধ খাওয়া ।।
কতশত গুণী জ্ঞানী, তার প্রেমেতে চাতকিনী
মেঘ না পাইয়া আকাশ চাওয়া
কয় দুর্বিন শা দীনহীন, একদিন নবী হবে জামিন
পার হইতে ফুলসিরাতের খেওয়া ।।