হবে তব শেষ বিয়া
একদিন কবরে নিয়া
যাবে তোর স্বামীর বাড়ি
ফিরে আসবে না ।।
যেদিন বিয়ার সময় হবে
আপ্ত জ্ঞাতি সব আসিবে
সকলে কাঁদিয়া বলবে
ছেড়ে যাইয়ো না
শমন রাজার কর্মচারী
যেদিন এসে নিবে ধরি
গল্প গুজারি বাহাদূরী
কিছুই থাকবে না ।।
কেন্দে বলবে বারেবার
ওহে আজরাইল আমার
দোহাই আমি দেই রে খোদার
আমায় নিও না
আজরাইল কয় ওরে বান্দা
হুকুম আমায় দিলেন খোদা
যার দোহাই দাও
তার হুকুম আজ ছেড়ে যাবো না ।।
ভাইবন্ধু যত জনা
কিংবা এগেনা বেগেনা
চক্ষে দেখিবে
কিছু করতে পারবে না
শুধু খাচা পড়ে রবে
প্রাণপাখি উড়ে যাবে
একেবারে শেষ হইবে
ভবের যাতনা ।।
সাদা শাড়ি পরাইয়া
বাঁশের পালকি সাজাইয়া
চারিজনে কাঁধে নিয়া
হবে রওয়ানা
মোল্লা মুনশী সঙ্গে যাবে
শেষ বিয়া পরাইয়া দিবে
একেলা কবরে রবে
সঙ্গী পাবে না ।।
দালান পাকা টিনের বাড়ি
গয়না পরা সুন্দর নারী
বাক্সভরা টাকাকড়ি
সঙ্গে যাবে না
ভাই বন্ধু স্ত্রী পুত্র
পাড়া পড়শি পাত্র মিত্র
সকলে বাসিবে ভিন্ন
আপন হবে না ।।
তাই বলি রে ওরে মন
আগে করো পাছের আয়োজন
ছরকাত মউত, গোর আজাবর
করো ভাবনা
এ দুর্বিন শা কর্মদোষে
পড়েছে মায়াফাঁসে
কী করিবে অবশেষে
সময় বেশী না ।।