দুর্বিন শাহ রচিত গান নং ২৫১

হায় রে বন্ধু উচিত বিচার নাহি তোমার মনে
আমি দাসী হইলাম দোষী
তোর পিরিতের কারণে ।।
যাহা ইচ্ছা করবে তুমি
লোকসমাজে কেবলমাত্র
দোষী হই আমি
হইয়া তুমি অন্তর্যামী
দেখো না কি নয়নে ।।
শান্ত প্রেমে মজিলো যারা
বন্ধু নিয়া সুখি হইয়া
থাকে গো তোরা
আমি তোমায় হইয়া হারা
বসে কাদি নির্জনে ।।
প্রেম না করে ছিলাম রে ভালো
তোর পিরিতে প্রাণ সপিয়া
লাঞ্ছনা হলো
কাদাইতে মনে ছিলো
দেখা দিয়া স্বপনে ।।
যত পারো দাও আমায় কষ্ট
কষ্ট পাইয়া তব দুর্বিন শা
থাকবে সন্তুষ্ট
সর্বদুঃখ সাগরে মিষ্ট
আমি তুমি রইলে সামনে ।।