হান্নান মান্নান বন্ধু রে
সাত্তারও গাফফার
রহিমও রহমান তুমি
কোরাণে প্রচার রে ।।
সয়ালের দয়াল রে বন্ধু
তোমার গুণের সীমা নাই ।
কতজনা পার হইলো
দিয়া তোমার দোহাই রে ।।
আদম হাওয়ার মতো গুনাহ
দিলেন মাফ করিয়া ।
ইউনুসেরে মাছের পেটে
রাখিলে বাঁচাইয়া রে ।।
ইউসুফেরে কুয়া হইতে
করিলেন উদ্ধার ।
খলিলেরই অগ্নিকুন্ডু
করিলা গুলজার রে ।।
ক্ষুদ্র মুখে বলতে নারি
তব নামের সীমা ।
নিজ গুণে দুর্বিন শারে
করে দিও ক্ষমা রে ।।