গুনের ননদ লো গুনের ননদ লো
তোর ভাই রইলো বৈদেশে
থুইয়া গেলো আর না আইলো
আমি রইলাম আসার আশে ।।
প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ বসন্ত বাতাসে
কেউ যদি থাকো দরদি যাও না গো তার তাল্লাশে ।।
পুরুষ ভ্রমরা জাতি নতুন ফুল পাইলে বসে
মধু খাইয়া যায় উড়িয়া আর কি গো ফিরে আসে ।।
আমারে গেলো ছাড়িয়া যৌবনের আষাঢ় মাসে
উত্তাল তরঙ্গ নদী ঢেউ খেলে জলোচ্ছাসে ।।
কাল মেঘে সাজ করেছে চন্দ্র লুকায় আকাশে
আমি নারী জ্বলে মরি সে থাকে পরবাসে ।।
দুর্বিন শারই কপালপোড়া প্রাণবন্ধে ভিন্ন বাসে
বন্ধুহারা অনাথিনী মরি গো প্রেম পিপাসে ।।