দুর্বিন শাহ রচিত গান নং ৭৯

গরীব নেওয়াজ হযরত শাহজালাল
বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
কাফিরকে করিলা পয়মাল ।।
বাবায় তুলেন কাফেরান করেন মুসলমান
উড়াইয়া দ্বীনের নিশান হইয়া খোশাল
বাবার মহিমা যত মুখে বলিবো কত
আঁধারেতে যেন চন্দ্রে উজাল ।।
রাজা গৌরগোবিন্দ বেদ্বীনে মারিলা পরাণে
নামের গুণে হইয়া বেহাল
নামে আজান দিলা সাততালা ভাঙিলা
শহর বসাইলা শানে জুল্লে জালাল ।।
বাবার মহিমা অপার কতশত মাছ গজার
ইন্দিরার মাজার ঘরে পালে পাল
কবুতরের ধ্বনি শুনে শান্ত প্রাণি
আবে জমজমের পানি আসে দুটা নাল ।।
কত সোনার মাছ ভাসে ইন্দিরার পাশে
দেখোনা এসে কুদরতের কামাল
কুয়ার পানি খাইয়া রোগী আরোগ্য হইয়া
গেলো চলিয়া মনে হইয়া খোশাল ।।
জৈন্তার পাহার হইতে জলের উপরেতে
পাথর ভাসাইয়া আপে আনিলা দয়াল
তুমি যে হযরত দেও আমায় মদত
দুর্বিন শা তব চরণের কাঙাল ।।