দুর্বিন শাহ রচিত গান নং ৩১৯

গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছো কে ঘর
ও মন মাঝি রে
নিষ্ঠুর বাবাজানরে পাইলে
নিতে কইও নাইওরের খবর ।।
ও মন মাঝি রে
মাতা পিতা দিলো বিয়া
ওই দূর বিদেশে নিয়া রে
শাশুড়ি ননদী বাদী
দ্বিগুণ জ্বালা মোর ।।
ও মন মাঝি রে
শাশুড়ি ননদির জ্বালা
সোনার অঙ্গ হইলো কালা রে
প্রাণ বাচেনা কী যন্ত্রণা
গায়ে আসে জ্বর ।।
ও মন মাঝি রে
কইও খবর পরবাসী
নদীর পাড়ে কান্দি বসি রে
জাতি কুল সকল বিনাশী
ছাড়াইলো ঘর ।।
ও মন মাঝি রে
কইও খবর লাগাল পাইলে
দেখতে মরণকালে রে
পাগল দুর্বিন শা বলে
কেউ নাই রে দোসর ।।