ফুলের মালা হলো কী জ্বালা
বন্ধু বিনে পড়াই কার গলে রে
ভাসাইয়া দেও নিয়া জলে ।।
বসন্তের সময় হায় রে ফুলের বাগিচায়
কত ভ্রমর মধু খায় বসিয়া ফুলে
নতুন বয়সে আমার বন্ধু নাই দেশে
কমল কলি শুকাইলো ডালে ।।
যৌবন ফুলের হার হায়রে অতি চমতকার
বিনা সুতে গাথিয়াছি বসে নিরলে
পাইলে বন্ধুরে গলে দিতাম আদরে
সেই আশা মোর গিয়াছে বিফলে ।।