দুর্বিন শাহ রচিত গান নং ২২১

এলো বসন্ত, কী জ্বালা জ্বলন্ত
প্রাণকান্ত কেন এলো না ।
মদনের অনলে দহিছে হৃদয়
কবে যে কী হয় জানি না ।।
নব যৌবনে দিলো, প্রেম আলিঙ্গন
ছেড়ে যাবেনা বলে করেছিলো পণ
পাইয়া কার নারী, রুপের মাধুরী
ভুলিয়া রইলো খেলেসোনা ।।
কী কইয়া কী করিলো, নিষ্ঠুর রসরাজ
গোপী সমাজে আমায় দিলো কত লাজ
গেলো কুলও জাতি, কলঙ্ক খ্যাতি
পাড়া পড়শি আমায় দেয় লাঞ্ছনা ।।
দাসখতে লিখেছিলো, শুধিতে প্রেমঋণ
রাধা নামে পড়িবে মালা ডোর কফিন
সেই কথা এখন নাই তার স্মরণ
দুর্বিন শা জীবনে ভুলিবে না ।।