এই যে সংসারে, প্রভু কও তারে ।
অতি কৌশল করে, গড়েছে মানুষ ।।
মানুষ আছে ব্যাপীয়া, দুনিয়া জুড়িয়া
দেখো তাল্লাশিয়া, কার আছে রে হুশ ।
মানুষ চিনো নয়নে, ধরো যাইয়া চরণে
না চিনে মরিও না কেউ হইয়া বেহুশ ।।
আগে চিনো আপনারে, সুহৃদয় অন্তরে
পাবে সে নিরাকারে, মনে হবে হুশ ।
গুরুর পদে ধরো যদি, পাবে সে ভেদবিধি
দেহাতে নিরবধি ছুটিবে কার্তুশ ।।
আত্মস্বরুপেতে দেখিবে নিরালাতে
সর্বদায় মনেতে, হইবে আক্রোশ ।
ব্রহ্মজ্ঞানের ধারায়, যাইয়া প্রেমতলায়
আনন্দমনে হও সিদ্ধপুরুষ ।।
ফুটিবে প্রেমফুল, মনপ্রাণ হইবে আকুল
ভ্রমরা দেখে যদি হইবে বেহুশ ।
দুর্বিন শা কয় চিনো তারে, সাকারে কি নিরাকারে
না চিনিয়া আগে কেউরে, দিওনা রে দোষ ।।